• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

জেনারেল হাসপাতালে দুদকের অভিযান,কর্মস্থলে উপস্থিত নেই চিকিৎসক,উঠে আসে নানা অভিযোগ

  • ''
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযানে দুইজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে হাসপাতাল ঘুরে ওই দুইজন চিকিৎসককে কর্মস্থলে খুঁজে পাননি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রংপুর অঞ্চলের সহকারী পরিচালক ও টিম লিডার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি বলেন, হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জুনিয়র কনসালটেন্ট ডা. সাজ্জাদ হোসেন ও হৃদ রোগ (কার্ডিওলজি) বিশেষজ্ঞ জুনিয়র কনসালটেন্ট ডা. আব্দুস সালামকে কর্মস্থলে পাওয়া যায়নি। দৈনিক হাজিরা খাতা ও বায়োমেট্রিক ছাপ থেকে দেখা যায় তাদের উপস্থিতি খুবেই কম। এছাড়াও দুদকের অভিযানে কর্তৃপক্ষের নানা অনিয়ম উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন, দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত শাহ্ ও সহকারী পরির্দশক মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণমাধ্যমকর্মী।এব্যাপারে, নীলফামারী জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম সুপারিশ করেন। তিনি জবাবে বলেন, অতি সত্তর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনাদের জানানো হবে।

অপরদিকে, বৈকালিক স্বাস্থ্যসেবা কেন বন্ধ দুদক টিম জানতে চাইলে জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘সরকারি পরিপত্র না পাওয়ায় ডাক্তারের পরামর্শ ফি বন্ধ রয়েছে। পরামর্শ ‘ফি’ বাবদ চিকিৎসক, এনেসথিসিয়া, নার্স ও আয়া কত করে পাবে সেটি নিয়েও জটিলতা রয়েছে। সরকারি নির্দেশনা পেলে পুনরায় বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করা হবে।’

এব্যাপারে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ওবায়দা নাসরিন মুক্তা ও ডা. মোছা.সুলতানা রাজিয়া লাকি জানান, আমরা নিয়মিত বৈকালিক স্বাস্থ্যসেবা হাসপাতালে দিয়ে এসেছি। কিন্ত কোন এক অদৃশ্য কারণে আমাদের পরামর্শ ফি হঠাৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাই বর্তমানে সেবাটি বন্ধ আছে।

সূত্র জানায়, সরকারি ছুটি ও শুক্রবার বাদে প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৬টা পর্যন্ত সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে সেবা গ্রহীতাদের দিতে হবে সরকার নির্ধারিত পরামর্শ ফি বাবদ সিনিয়র কনসালটেন্ট ৪০০ টাকা, জুনিয়র কনসালটেন্ট ৩০০ টাকা, এমবিবিএস/ বিডিএস ২০০ টাকা। নির্ধারিত মূল্যের একটি অংশ পাবেন চিকিৎসক ও সহযোগীরা। আরেকটি অংশ পাবেন হাসপাতাল।

সরকারি পরিপত্র অনুযায়ী গত বছরের ১৪ জুন নীলফামারী জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হলেও এখন তা বন্ধ রয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এমন মহতী উদ্যোগ ভেস্তে গেছে বলে জানান সচেতন মহল।

ডা. রাজিয়া সুলতানা লাকি বলেন, ‘রোগিদের কাছ থেকে ফি বাবদ উত্তোলনকৃত টাকা চিকিৎসকদের পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত। এতে নিরুৎসাহিত হয়ে পড়েছে চিকিৎসকরা। তাই এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে অসহায় গরীব রোগীরা।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়ে কর্মস্থলে আসেননি কেন জানতে চাইলে ডা. সাজ্জাদ হোসেন, জবাব না দিয়ে বিষয়টি ভিন্নখাতে নিয়ে গিয়ে পাশ কাটিয়ে যান। পরে লাইনটি কেটে দিলে তাকে আর পাওয়া যায়নি।

অপরদিকে,ডা. আব্দুস সালাম সকল অভিযোগ সকল শিকার করে মূঠোফোনে জানান, সব সময় ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় না। আবার হাজিরা খাতায় উপস্থিতি কম কেন, জানতে চাইলে তিনি বলেন আমি দুইদিনের ছুটিতে ঢাকায় আছি বলে পাশ কাটিয়ে লাইনটি কেটে দেয়। পরে আর তাকে পাওয়া যায়নি।

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. সালাউদ্দিন আহমেদ খাঁন জানান, এর আগে তাদেরকে শোকজ করাও হয় এবং এর কপি উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কেন চিকিৎসকরা হাসপাতালে আসেননি এটার সঠিক জবাব আমার কর্তৃপক্ষ (তত্ত্বাবধায়ক) দিতে পারবে।

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম জানান, ‘বৈকালিক স্বাস্থ্যসেবা কেন বন্ধ এর দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে সরকারের এই মহতি উদ্যোগ নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ একটু আন্তরিক হলেই এই জটিলতা কেটে যাবে আমার বিশ্বাস।’

এ ব্যাপারে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ জানান, ‘আজ হঠাৎ দুদক অভিযানে নামে। এসময় দুইজন চিকিৎসক অনুপস্থিত পায় তাঁরা। এব্যাপারে তাদের বিরুদ্ধে দ্রæত প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ কেন জানতে চাইলে তিনি জবাবে বলেন, পরামর্শ ‘ফি’ বাবদ চিকিৎসক, এ্যানেসথিসিয়া, নার্স, আয়া কত টাকা করে পাবে, সেটি সুনিদৃষ্টভাবে সরকারি কোন পরিপত্র আসে নাই। এই জটিলতার কারণে বৈকালিক স্বাস্থ্যসেবা একটু থমকে গেছে। পুনরায় সরকারি নির্দেশনা বা পরিপত্র পেলে বৈকালিক স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads